প্রতিটি দিনই কিন্তু যেকোনও ভগবানের পুজোর জন্য উৎসর্গ করা হয়। ঠিক তেমনই সোমবারের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এদিন শিবের পুজো করা হয়। বিশ্বাস করা হয়, এই দিন যে ভক্তরা শিব ঠাকুরের পুজো করেন ও দেবতাকে সন্তুষ্ট করেন, তিনি জীবনে যা চান তাই পান ।

তার আর্থিক দিকেও খুব লাভ হয়। তাই এদিন ভোলেবাবাকে বেল পাতা, ধুতরা ফুল নিবেদন করা খুব ভালো। এতে আপনার জীবনের সফলতা আসবে। সেই সঙ্গে আর্থিকদিকেও খুব লাভ করতে পারবেন।

সোমবার দিন ভুলেও এই কাজগুলি করবেন না, জেনে নিন কী করবেন না। বলা হয়, সোমবার দিন এই কাজগুলি করলে মহাদেব খুব রেগে যান। এতে আপনার অর্থহানিও হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।

এদিন পুজো করুন

বলা হয়, ভগবান শিব যত খুশি হবেন, ততই আপনার জীবনে সুখে লেগে থাকবে। তবে ভগবান শিব যদি আপনার ওপর রেগে যান, তাহলে আপনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। তাই শিব ঠাকুরকে সর্বদা সন্তুষ্ট রাখার চেষ্টা করুন।

আমিষ খাবার খাবেন না

সোমবার হল শিব ঠাকুরের দিন। তাই এদিন কোনও রকম আমিষ জাতীয় খাবার খাবেন না। ভগবানের শিবের পুজো করলে তুলসী পাতা, সিঁদুর, হলুদ ও শঙ্খ দিয়ে পুজো করবেন। এটি খুব শুভ। শিব ঠাকুরের পুজো করার সময় কালো কাপড় পরবেন না। এতে ভগবান শিব রুষ্ট হন।

এগুলি খাবেন না সোমবার

উড়দ ডাল, কালো তিল, কাঁঠাল, বেগুন, সরিষে খাওয়া থেকে দূরে থাকুন। মনে করা হয়, এগুলি খেলে আপনাকে জীবনে নানান সমস্যায় পরতে হতে পারে।

এগুলি কাউকে দান করবেন না

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, সোমবার দিন কাউকে সাদা কাপড় বা দুধ দান করবেন না। সেই সঙ্গে খেলাধুলার কোনও জিনিস, যানবাহন, ইলেকট্রিকের কোনও জিনিস একদমই কিনবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। কারণ এগুলো কিনলে শিব ঠাকুর ক্রমশ রেগে যেতে থাকেন। এতে আপনার অর্থহানি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here