বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ায় সুবিধা পেল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট খুইয়ে কার্যত কোণঠাসা টিম ইন্ডিয়া। ব্রিসবেনে প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ ৪৪৫ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। যার জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করেছে রোহিত শর্মা’র দল।
সোমবার বৃষ্টিই ত্রাতা হয়ে দাঁড়াল ভারতীয় দলের। প্রথম সেশনে ২২ রানে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে দফায় দফায় বৃষ্টি শুরু হয়। ফলস্বরূপ অধিকাংশ সময়ই খেলা বন্ধ রাখতে হয়। দিনশেষে কোনও রকমে ৫০-এর গন্ডি টপকায় ভারত।
ব্রিসবেন টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। যা দ্বিতীয় সেশনে সুবিধা পাইয়ে দিল টিম ইন্ডিয়া’কে। চলতি টেস্টে ভারতীয় দলের ব্যাটিং কার্যত নিষ্ক্রিয় দেখাচ্ছে। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শুভমন গিল’রা বেশিক্ষণ উইকেটে দাঁড়াতে পারেননি। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০, উপরিউক্ত চার জন ব্যাটার ব্যক্তিগত ভাবে সেই রানটুকুও করতে পারেননি। ৪৪৫ রানের জবাবে কোহলি’দের এই রকম ব্যাটিং হতাশা বাড়াতে পারে সমর্থকদের।
টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অপরাজিত রইলেন লোকেশ রাহুল এবং অধিনায়ক রোহিত। ৬৪ বলে ৪ টি চার মেরে ৩৩ রানে ব্যাট করছেন রাহুল। তৃতীয় দিনে ছয়টি বল খেলে রানের খাতা খোলেননি রোহিত। দুই উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নিয়েছেন হ্যাজলউড ও কামিন্স। ১৭ ওভার শেষে ৪ উইকেটের বিনিময় ৫১ রান করায় অস্ট্রেলিয়ার থেকে ৩৯৪ রানে পিছিয়ে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here