প্রত্যেকটি মানুষই চায় তাঁর জীবন সুখ স্বাচ্ছন্দে ভরে উঠুক। শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে। কিছু দেব দেবীর মন্ত্র রয়েছে যা সকালে জপ করা অত্যন্ত ভাল। শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী, প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয়। মন্ত্র জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয়। সকালে ঘুম থেকে ওঠার পর কী কী করা উচিত, আজ সে বিষয়ে বরং জেনে নেওয়া যাক।

সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে নিজের দুই হাত দেখা উচিত। দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হল- ‘করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিতো ব্রহ্মা প্রভাতে করদর্শনম।’ এতে ধনদেবী লক্ষ্মী, বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায়।

সকালে ওঠার পর মাটিতে আগে পা না রেখে মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন। এটি হল ‘সমুদ্রবসনে দেবি পর্বতস্তনমণ্ডলে, বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্ব।’ এর অর্থ হল পৃথিবী আমাদের ভার বহন করেন। এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত।

শাস্ত্র মতে সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। মন্ত্রটি হল ‘ওম ভূর্ভূবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ।’ এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায়। গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভাল কাটে।

সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনো উচিত। সেটি হল- ‘সর্বমঙ্গল মঙ্গল্যৈ শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণি নমোস্তুতে।’ শাস্ত্র মতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায়।

গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন জপ করুন- “ওম গং ঋণহর্তায়ৈ নমঃ।’

সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভাল কিছু দেখি, সে দিকে বিশেষ নজর রাখা উচিত। তাই বেডরুমে দেব-দেবীর কোনও সুন্দর ছবি লাগাবেন। এর প্রভাবে দিন ভালো কাটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here