জাতীয় গেমসের চতুর্থ দিন একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পেল বাংলা। নির্বাসন থেকে ফিরে এসে অচিন্ত্য শিউলি যাঁর উপর সোনার প্রত্যাশা রাখা হয়েছিল তিনি সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। ভরত্তোলনের ৮১ কেজি বিভাগে মোট ৩১৩ কেজি তুলে রূপও জেতেন তিনি।

অন্য দিকে, পুরুষদের খো খো-তে ব্রোঞ্জ জেতে বাংলা দল। শ্যুটিংয়ের মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অভিনব শ এবং ঈস্মিতা ভাওয়াল। সাঁতারের ৩ মিটার বোর্ড ডাইভিংয়ে অল্পের জন্য পদক থেকে বঞ্চিত হয় বাংলা। চতুর্থ স্থানে শেষ করে তারা। ওয়াটার পোলোর গ্রুপ লিগে বাংলা ১২-৬ ব্যবধানে পরাজিত করে পাঞ্জাব’কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here