দীর্ঘ অপেক্ষার অবসান। ৩৩তম সন্তোষ ট্রফি জিতল বাংলা। মঙ্গলবার সন্তোষের ফাইনালে কেরল’কে ১-০ গোলে হারিয়ে এই ট্রফি ঘরে তুললেন সঞ্জয় সেনের ছেলেরা। নতুন বছরেই বাংলার সমর্থকদের বিরাট উপহার দিলেন তাঁরা। এ দিন বাংলার ফুটবলারদের লড়াই ছিল দেখার মতো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রবি হাঁসদা’র একক গোলের সৌজন্যে সন্তোষ ট্রফির খরা কাটাল বাংলা।

সন্তোষের প্রত্যেকটি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছে বাংলা। এ দিন তার ব্যতিক্রম হয়নি। কেরলের বিরুদ্ধে সঙ্গবদ্ধ এবং পাসিং ফুটবলের উপর জোর দিয়েছিলেন বাংলার ফুটবলাররা। কিন্তু তা সত্ত্বেও একাধিকবার বাংলার রক্ষণে চির ধরতে দেখা যাচ্ছিল। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই থামাননি সঞ্জয়ের ছাত্ররা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও চোয়ালচাপা লড়াই করে দেখিয়েছেন তাঁরা। তারই সুফল এই ট্রফি।

নির্ধারিত সময় গোলশূন্য ফলাফল থাকার পর রেফারিরা অতিরিক্ত ৬ মিনিট যোগ করেন। ম্যাচের এই সময় বেশ খানিকটা ভয়ঙ্কর দেখিয়েছে বাংলা’কে। একের পর এক আক্রমণ করে কেরল’কে পিছনে ফেলেছিল তারা। অন্তিম মুহূর্তে আদিত্য থাপা হেড দিয়ে বলটিকে বক্সে পাঠান এবং এই সুযোগ ঠান্ডা মাথায় কাজে লাগান রবি। তিনি বলটিকে ছোট্ট টোকা মেরে জালে জড়িয়ে দেন(১-০)। এই ঘটনার পর-মুহূর্তে বক্সের ভিতর একটি ফ্রি কিক পায় কেরল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। এই সুবাদে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here