স্বল্প খরচায় দুদিনের জন্য সব থেকে ভাল ঘোরার জায়গা হল দিঘা। তবে নতুন বছরে দিঘার হোটেলে চালু করতে চলেছে নতুন নিয়ম। জেনে নিন কী কী মাথায় রাখতে হবে পর্যটকদের।

গত এপ্রিল মাসে দিঘার হোটেল থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়, যারা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ।

আধার কার্ডে নাম পরিবর্তন করে লুকিয়ে ছিল তারা। পর্যটকদের মতো একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল। পরে তাদের গ্রেফতার করা হয়। তার পর থেকেই দিঘায় বেড়েছে নিরাপত্তার বহর।

এবার থেকে দিঘার হোটেলে থাকতে গেলে পোর্টালে উঠে যাবে সব তথ্য, নতুন বছরেই চালু হচ্ছে নিয়মের লম্বা তালিকা।

সৈকত নগরী দিঘায় DSDA এবং All Hoteliers Association যৌথ আলোচনা হয়েছিল ২৭ শে ডিসেম্বর। এই আলোচনায় হোটেল এবং পর্যটকের জন্য বিভিন্ন নিয়ম চালু করা হল। সেই সমস্ত নিয়ম গুলি হল- TCAC রেজিস্টার অনুযায়ী দিতে হবে, ২০২২ সাল বাদ দেওয়া হয়েছে । রেজিস্টার অনুযায়ী টাকা না দিলে জন প্রতি ৫,০০০/- টাকা করে জরিমানা দিতে হবে।

হোটেলের বর্জ্য রাস্তা, নালা- নর্দমায় ফেললে ১০,০০০/- টাকা জরিমানা ও আইনী পদক্ষেপ করা হবে। DSDA Complain no – 75012 95001 হোটেলগুলির জন্য নতুন নিয়ম নির্দেশিকা গুলি হল- ১) ১.১.২০২৩ তাং থেকে আজ পর্যন্ত TCAC রেজিস্টার অনুযায়ী দিতে হবে, ২০২২ সাল বাদ দেওয়া হয়েছে।

৩) হোটেলের বর্জ্য রাস্তা, নালা- নর্দমায় ফেললে ১০,০০০/- টাকা জরিমানা ও আইনী পদক্ষেপ করা হবে। ২) এখন থেকে স্বাগত পোর্টালের মাধ্যমে TCAC-এর টাকা জমা দিতে হবে। রেজিস্টার অনুযায়ী টাকা না দিলে জন প্রতি ৫,০০০/- টাকা করে জরিমানা দিতে হবে। ৩) হোটেলের বর্জ্য রাস্তা, নালা- নর্দমায় ফেললে ১০,০০০/- টাকা জরিমানা ও আইনী পদক্ষেপ করা হবে।

৪) DSDA থেকে ২ টি করে ডাস্টবিন দেওয়া হবে, একটিতে তরল বর্জ্য ও অপরটিতে কঠিন বর্জ্য রাখতে হবে, এবং প্রতিদিন DSDA এর বর্জ্যবাহী গাড়িতে ফেলতে হবে। গাড়ি না এলে নিম্ন লিখিত ফোন নম্বর – এ অভিযোগ করবেন।

হোটেলের মালিকের তরফ থেকে জানানো হয়, তাঁরা সকল নিয়ম ভাল করে পালন করছেন।

নতুন বছরে আরও ঝাঁ চকচকে হয়ে উঠবে দিঘা সমুদ্র সৈকত। ৫) DSDA Complain no – 75012 95001-এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে। হোটেলের মালিকের তরফ থেকে জানানো হয়, তাঁরা সকল নিয়ম ভাল করে পালন করছেন। নতুন বছরে আরও ঝাঁ চকচকে হয়ে উঠবে দিঘা সমুদ্র সৈকত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here