বছরের শেষে খুলে গেল সমুদ্রের উপর কাচের সেতু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৩০ ডিসেম্বর, সোমবার এটির উদ্বোধন করেন। কাচের সেতুটি দৈর্ঘ্যে ৭৭ মিটার (২৫২ ফুট) এবং ১০ মিটার চওড়া। ৩৭ কোটি টাকা ব্যয়ে ধনুকাকৃতির সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর স্ট্যালিন কাচের সেতুটি পারাপারও করেন।
১৩৩ ফুট লম্বা তিরুভাল্লুভার মূর্তি দর্শন করতে হলে আগে কন্যাকুমারী জেটি ঘাট থেকে ফেরি পরিষেবা নিয়ে বিবেকানন্দ মেমোরিয়াল হয়ে সেখানে পৌঁছতে হত। কাচের সেতু তৈরি হওয়ার পর বিবেকানন্দ মেমোরিয়াল থেকে তিরুভাল্লুভার মূর্তি পর্যন্ত এই দূরত্ব পায়ে হেঁটেই অতিক্রম করা যাবে। সেতু পার হওয়ার সময় স্বচ্ছ কাচের মধ্যে দিয়েই সমুদ্রের রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে পারবেন পর্যটকেরা।
সেতুটি কাচের হলেও যথেষ্ট মজুবত। প্রসঙ্গত, দেশের এটিই প্রথম কাঁচের সেতু।