কর্মী নিয়োগ করতে চলেছে বীরভূমের ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট’-এ। সম্প্রতি, সেই মর্মে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে মেন্টর পদে। চুক্তির ভিত্তিতে নিযুক্তকে কাজ করতে হবে ‘উইমেন লেড এন্টারপ্রাইজ ফাইন্যান্স প্রোগ্রাম’-এ।

প্রাক্তন ব্যাঙ্কার/ জেলা পর্যায়ের প্রশিক্ষক/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ খরচ হিসাবরক্ষক (কস্ট অ্যাকাউন্টস)/ এমবিএ/ স্নাতক যোগ্যতা রয়েছে এবং ক্ষুদ্র-এন্টারপ্রাইজ ঋণের জন্য ব্যাঙ্কের কাজকর্মের সঙ্গে যুক্ত, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে আগামী ১০ ডিসেম্বর। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে রিক্রুটমেন্ট’-এ গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিন। সেখানে দেওয়া তথ্য থেকে এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here