২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব অনুসারে তৈরি হয়েছে নতুন ভোটার তালিকা। ইতিমধ্যেই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় সাত লক্ষ ভোটারের নাম। যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম।
প্রায় চার লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করেছে কমিশন, যার মধ্যে বেশির ভাগের ভোটারেরই মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য রাজ্যে চলে গিয়েছেন, এমন প্রায় তিন লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। পাশাপাশি ৯ হাজারের কিছু বেশি ভোটারের নাম তালিকায় দু’জায়গায় নথিভুক্ত ছিল। সেগুলিও বাদ দেওয়া হয়েছে।
এ রাজ্যের ভোটার তালিকা নিয়ে সম্প্রতি বিভিন্ন অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি ছিল, একই সচিত্র পরিচয়পত্র কিন্তু আলাদা আলাদা জায়গায় নাম আছে, এমন সংখ্যা ৩২ হাজার ৮৮৬। অনেক ক্ষেত্রে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েনি বলে অভিযোগ জানায় বিজেপি।
এ বারের চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে মোট ভোটার রয়েছেন ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ জন। মহিলা ভোটার ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৮১১ জন।