সম্প্রতি জানা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়াতে পারে। হয়তো রিটায়ারমেন্টের বয়স ৬০ বছর থেকে বেড়ে ৬৫ করা হতে পারে। সেটা কি সত্যি? চলুন জেনে নেওয়া যাক।
শনিবার নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিজ্ঞপ্তির জেরেই এই সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানোর খবর বের হয়। সেখানে দাবি করা হয়েছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকদের অবসর ৫ বছর বাড়িয়ে ৬০ থেকে ৬৫ বছর করে দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘গতকাল রাত থেকে যে খবর প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স শিমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক। এই ধরণের খবর সমাজমাধ্যমে না ছড়ানোর আবেদন জানাচ্ছি‘।