![IMG_20241225_155637](https://sportsnscreen.com/wp-content/uploads/2024/12/IMG_20241225_155637-696x420.jpg)
ভারতে বিমানযাত্রার জন্য নতুন নিয়ম। হ্যান্ডব্যাগ পলিসি প্রকাশ করল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন। নতুন এই নিয়মগুলি সম্পর্কে অবহিত না থাকলে বিমানবন্দরে পৌঁছনোর পর সমস্যায় পড়তে পারেন যাত্রীদের।
যেহেতু বিমানবন্দরগুলিতে যাত্রী চাপ ক্রমশ বাড়ছে, তাই বিমানে ওঠার আগে যাত্রীদের তল্লাশির সময় কমিয়ে আনতে হ্যান্ড ব্যাগ পলিসিতে বদল এনেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন এবং বিমানবন্দরগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ।
নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে একজন যাত্রী শুধুমাত্র একটি হ্যান্ডব্যাগ নিয়েই বিমানে উঠতে পারবেন। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক- দুই ধরনের বিমানযাত্রার ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। একটির বেশি হ্যান্ডব্যাগ থাকলেই তা চেক ইন প্রক্রিয়ার মধ্যে পড়বে।
কত ওজনের হ্যান্ডব্যাগ নিতে পারবেন যাত্রীরা?
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে সমস্ত যাত্রীরা ইকোনমি অথবা প্রিমিয়াম ক্লাসে যাত্রা করবেন, তাঁরা সর্বাধিক ৭ কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ নিয়েই বিমানে উঠতে পারবেন। যদিও ফার্স্ট ক্লাস অথবা বিজনেস ক্লাসের যাত্রীরা ১০ কেজি পর্যন্ত ওজনের একটি হ্যান্ডব্যাগ নিতে পারবেন। হ্যান্ডব্যাগের সর্বাধিক মাপ হতে হবে ৫৫ সেন্টিমিটার (২১.৬ ইঞ্চি) উচ্চতা, ৪০ সেন্টিমিটার (১৫.৭ ইঞ্চি) দৈর্ঘ্য এবং ২০ সেন্টিমিটার (৭.৮ ইঞ্চি) প্রস্থের মধ্যে।
কারা পাবেন ছাড়?
যদি হ্যান্ডব্যাগের ওজন এবং মাপ নির্ধারিত সীমার বাইরে যায়, সেক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। তবে ২ মে, ২০২৪-এর আগে যে সমস্ত যাত্রীরা বিমানের টিকিট কেটেছেন, তাঁরা ছাড় পাবেন। ২ মে, ২০২৪-এর আগে টিকিট কেটে থাকলে ইকনমি ক্লাসের যাত্রীরা ৮ কেজি, প্রিমিয়াম ক্লাসের যাত্রীরা ১০ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ১২ কেজি ওজনের হ্যান্ডব্যাগ নিয়ে বিমানে উঠতে পারবেন।
ইন্ডিগো বিমান সংস্থাও নিজেদের যাত্রীদের সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ডব্যাগ নিয়ে বিমানে উঠতে দেয়। এর সঙ্গে যাত্রীদের একটি ছোট ল্যাপটপ ব্যাগ বা লেডিজ পার্সের মতো ছোট ব্যাগ (সর্বাধিক ৩ কেজি ওজনের) নেওয়ার অনুমতি দেয় ইন্ডিগো।