প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি।। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আট দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে আয়োজক পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটি ম্যাচ পাকিস্তানে হলেও ভারতের খেলাগুলি আয়োজিত হবে দুবাইয়ে। টুর্নামেন্টের (ICC Champions Trophy 2025) প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী ম্যাচে খেলবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মহারণে মুখোমুখি ভারত ও পাকিস্তান।
গ্রুপ লিগে টিম ইন্ডিয়ার তৃতীয় তথা শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২ মার্চ। গ্রুপ এ-র শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, দুবাইয়ে। লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ লাহোর বা দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলে সেই খেলাটি হবে দুবাইয়ে। কিন্তু টিম ইন্ডিয়া ফাইনালে না উঠলে ট্রফি জয়ের ম্য়াচটি হবে লাহোরে। ফাইনালে রিজার্ভ ডে থাকছে। টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে।
চ্যাম্পিয়ন্স ট্রফি’তে ভারতীয় দলের সূচি-
২০ ফেব্রুয়ারি- ভারত বনাম বাংলাদেশ
২৩ ফেব্রয়ারি- ভারত বনাম পাকিস্তান
২ মার্চ- ভারত বনাম নিউজিল্যান্ড
(তিনটি ম্যাচই দুবাইয়ে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে)।