শীতকাল পড়ে গিয়েছে। এই সময় মানুষ ঘুরতে বেড়াতে যেতে বেশ ভালবাসে। তাছাড়া এই সময় বিয়েরও মরসুম থাকে। তাই হানিমুনেরও হিড়িক থাকে। বেশিরভাগ মানুষই পাহাড় ও বরফপ্রেমী। ডিসেম্বরের শীতে তাঁরা প্রকৃতিকে আরও সুন্দর করে উপভোগ করতে চাই। নবদম্পতিরাও বরফে নিজেদের মধুচন্দ্রিমা পালন করতে চায়। তাঁদের জন্য রইল কিছু নৈস্বর্গিক সুন্দর জায়গার হদিশ-

তাওয়াং: দেশেই বরফ দেখতে চাইলে তাওয়াং অন্যতম সুন্দর জায়গা। নভেম্বর থেকে মে পর্যন্ত তুষারপাত দেখা যায় এই এলাকায়। কিন্তু ডিসেম্বরে গেলে সবচেয়ে ভালভাবে দেখা যেতে পারে। যাইহোক, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ পর্যন্ত তাওয়াং ভ্রমণের সেরা সময়।

লাচুং: লাচুং-এর মনোমুগ্ধকর ছোট্ট গ্রামটিতে শীতকালে প্রচুর তুষারপাত হয়। ডিসেম্ববে এখানে গেলে বরফ দেখতে পাবেনই। এটি ট্রেকার, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য শীতের অন্যতম প্রিয় গন্তব্য।

ধনৌলটি: উত্তরাখণ্ডের তেহারি জেলার এই হিল স্টেশনেও ডিসেম্বরেই বরফ পড়ে যায়। যদি শীতে রোম্যান্টিক কোনও জায়গায় যেতে চান, তাহলে এটি আদর্শ গন্তব্য হতে পারে।

মুসৌরি: পাহাড়ের রানী নামেও পরিচিত মুসৌরি, তুষারপাতের জন্য ভারতের সেরা জায়গাগুলির মধ্যে একটি। ডিসেম্বরে লাল টিব্বা, গান হিল এবং জর্জ এভারেস্টের মতো উচ্চতায় তুষারপাত দেখতে পারেন।

গুলমার্গ: ডিসেম্বরে গুলমার্গ দারুণ জায়গা হয়ে যায়। শীতে বরফ দেখার জন্য দিনের বেলা এখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। কিন্তু রাতে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here