অনেকেই রয়েছেন পায়ে কালো সুতো বেঁধে রাখেন। আদৌ এটা কি শুভ? শুধুই কি নজর এড়াবার জন্য সকলে পায়ে কালো সুতো বাঁধেন। অনেকে মনে করেন অশুভ শক্তি বা অশুভ দৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য পায়ে কালো সুতো বাঁধা হয়।

কিন্তু অনেক সময় এই কালো সুতো বাঁধলেও জীবনে নেমে আসবে নানা অসুবিধা। এমনকি খারাপ পরিস্থিতিরও সৃষ্টি হবে। কেনই বা পায়ে কালো সুতো বাঁধা হয়, জানুন আসল কারণ। জেনে নিন, জ্যোতিষ বিশেষজ্ঞদের মত।

শনিদেবের প্রতীক

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে অনেক পুরুষ, মহিলারাই কিন্তু পায়ে কালো সুতো বেঁধে রাখেন। বিশ্বাস করা হয়, এতে আপনার উপর থেকে অশুভ দৃষ্টি চলে যাবে। তবে অনেক ক্ষেত্রে কালো সুতো পরলেও জীবনে কিন্তু নানান সমস্যা আসে। এই সুতো মূলত শনিদেবের প্রতীক। কালো সুতো পায়ে বাঁধলে আপনার জীবনে অশুভ দৃষ্টি কিন্তু আপনাকে গ্রাস করতে পারে।

অর্থপ্রাপ্তি হবে

কালো কালো সুতো পায়ে বাঁধবেন না। এতে শনিদেব আপনাকে নানান সমস্যায় মধ্যে ফেলতে পারেন। এতে জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। এতে আপনার অর্থপ্রাপ্তি কখনোই হয় না।

অশান্তি হবে

এমনও অনেকেরই হয় যে, কালো শুধু বাঁধার পর তাদের অর্থক্ষতি হয়, ব্যবসাতে ক্ষতি হয়। এমন কি সকলের সঙ্গে সকলের অশান্তি পর্যন্ত বাঁধতে থাকে। তাই কালো শুধু পরার আগে সাবধান হোন আপনিও।

শনিদেবকে অসম্মান করা

যেহেতু শনিদেবের সঙ্গে কালো সুতোর বিশেষ যোগ রয়েছে তাই কখনোই পায়ে কালো সুতো বাঁধবেন না। গলায় কালো সুতো করুন কারণ এতে শনিদেবকে অসম্মান করা হয় আর যে কারণেই শনি মহারাজ ক্রমশও রেগে যেতে থাকেন তাই সাবধান হন।

কারা কালো সুতো পরতে পারবেন না

জ্যোতিষীদের মতে, বারো রাশির ব্যক্তিরাই কিন্তু পায়ে কালো সুতো পরতে পারেন না। যেমন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা একদমই পায়ে কালো শুধু পরবেন না। কারণ মঙ্গল হচ্ছে এই রাশির অধিপতি। এই রাশির ব্যক্তিরা কিন্তু লাল রঙের যেকোনও জিনিস পরতে পারেন। যা কিন্তু অত্যন্ত অশুভ। কালো সুতো পরার আগে জ্যোতিষ বিশেষজ্ঞদের পরামর্শ নিন। না হলে আপনার জীবনে সমস্যা আসতে পারে। রেগে যেতে পারেন শনি মহারাজও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here