ঘুম থেকেই উঠেই ফোনে চোখ রাখেন প্রায় সকলেই। আর মুঠোফোনে অপ্রয়োজনীয় মেল ভর্তি হয়ে থাকে। কিন্তু অপ্রয়োজনীয় মেলের ভিড়ে কাজের মেল খুঁজে পাওয়া তো বেশ ঝক্কির! তা হলে কী করবেন?

অসংখ্য মেলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেল ডিলিট করা সময়সাপেক্ষ। প্রযুক্তি বিশারদেরা বলছেন, ডিলিট করা ছাড়া অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে। জেনে নিন কী ভাবে তা করতে হয়।

১) মোবাইল ফোন বা কম্পিউটার থেকে মেল খুলুন।

২) বিজ্ঞাপন বা প্রচারমূলক সংস্থা থেকে আসা মেল বন্ধ করার জন্য প্রথমেই তা ‘আনসাবস্ক্রাইব’ করতে হবে।

৩) তার জন্য নির্দিষ্ট সংস্থা থেকে আসা যে কোনও একটি মেল খুলে নিন।

৪) ওই পাতাটির একেবারে ডান দিকে দেখুন তিনটি ‘ডট’ বা বিন্দুচিহ্ন।

৫) সেখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন-যুক্ত দীর্ঘ একটি তালিকা বেরিয়ে পড়বে।

৬) তার পর সেখান থেকে ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ হবে সহজেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here