পর্যটকদের জন্য খুলে যাচ্ছে নর্থ সিকিম। আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর সিকিমের মঙ্গন। সিকিমের পর্যটন দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানানো হয়েছে। ২০২৩ এর অক্টোবরে সিকিমে হ্রদ ভেঙে তিস্তায় বিপর্যয়ের পর থেকেই সিকিমের এই অংশ বন্ধ হয়ে গিয়েছিল।
১ ডিসেম্বর থেকে খুলছে মঙ্গন। তবে পর্যটকদের যাতায়াতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ওই এলাকায় পর্যটনের যাবতীয় সুবিধা ফিরিয়ে আনতে কাজ শুরু করছে মঙ্গন জেলা প্রশাসন। আশা করা যাচ্ছে ২৫ ডিসেম্বরের আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে গোটা এলাকা।
এমনিতে গোটা সিকিমই পর্যটনের জন্য দারুণ। তবে উত্তর সিকিমের আকর্ষণই আলাদা। একাধিক নয়নাভিরাম লেক রয়েছে। তাছাড়া লাচুং-লাচেনে সারা বছরই প্রায় বরফ থাকে। তাই এখানে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন পর্যটকরা। জানা গিয়েছে, নর্থ সিকিম হাইওয়ে বিপর্যস্ত ছিল, তা মেরামত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তাই ১ তারিখ থেকে খুলছে মঙ্গন জেলা। তবে, যা কাজ বাকি রয়েছে তা চলবে।