আইসক্রিম খেতে কে না ভালবাসেন, শিশুদের কাছে তো ের থেকে সুখাদ্য আর বোধহয় কিচু হয় না। কিন্তু আইসক্রিম নিয়ে সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে প্যাকেটে ভরার আগেই প্রতিটি আইসক্রিম এক বার করে চেটে দেখতেন আইসক্রিম সংস্থার কর্মী। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। খবর পেয়ে কেরালার কোঝিকোড়ের একটি আইসক্রিমের উৎপাদনকারী সংস্থায় তালা ঝুলিয়েছে পুলিশ।
‘আইস মি’ নামের ওই প্রতিষ্ঠানের কর্মীর বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। প্রতীশ বিশ্বনাথ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে, যা দেখে চমকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভাইরাল এই ভিডিয়ো ফুটেজটি তুলেছিলেন ওই কারখানায় বরফ কিনতে আসা এক ব্যক্তি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কোঝিকোড়ের আম্বালাপাড়ায়। যেখানে রাশেদ নামে এক ব্যক্তি বরফের আইসক্রিম প্যাকেটজাত করার আগেই জিভ দিয়ে সেগুলির স্বাদ নিতেন বলে অভিযোগ উঠেছে।http://<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Asianet News report:, 'They tasted the ice cream.'<br><br>But they do know that 'tasting' isn't about licking every ice cream to check. Instead, it's a 'halal spitting practice.'<br><br>If they say such things, Kerala's secularism might collapse!<br><br>They are scared that if people find out… <a href=”https://t.co/zVu8ngqJrq”>pic.twitter.com/zVu8ngqJrq</a></p>— Pratheesh Viswanath (@pratheesh_Hind) <a href=”https://twitter.com/pratheesh_Hind/status/1859530283667611996?ref_src=twsrc%5Etfw”>November 21, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>