বহু বছরের সম্পর্ক, বিয়ের দিনক্ষণও প্রায় পাকা। এর মধ্যেই হল ছন্দপতন। তরুণী জানিয়েছিলেন, বিয়ের কিছু দিন পর তাঁর পোষ্যকেও শ্বশুরবাড়িতে নিয়ে আসবেন। তাতেই বাঁধল সমস্যা। তরুণের মায়ের কঠিন নিষেধাজ্ঞা, বাড়িতে কোনও পোষ্য রাখতে চান না তিনি। সেই শুনে সাত বছরের সম্পর্কে ইতি টেনে বিয়েই ভেঙে দিলেন তরুণী।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সমাজমাধ্যমে পোস্ট করে ওই ভারতীয় তরুণী জানান যে, সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। বিয়ের কথাবার্তাও পাকা হয়ে গিয়েছে প্রায়। প্রেমিকের মায়ের সঙ্গে কথোপকথন চলাকালীন তরুণী জানান যে, তিনি কুকুর পোষেন। বিয়ের কিছু দিন পর পোষ্যকেও শ্বশুরবাড়ি নিয়ে যাবেন তিনি। তা শুনে আপত্তি জানান তরুণের মা। তাঁদের বাড়িতেও পোষ্য রয়েছে। দু’টি কুকুর একসঙ্গে সামাল দেওয়া যাবে না বলে জানান প্রেমিকের মা। তখন তরুণী বলেন তাঁর মায়ের শরীর ভাল নয়। মেয়ের বিয়ের পর একা হাতে সমস্ত দায়িত্ব সামাল দিতে পারবেন না তাঁর অসুস্থ মা। তাছাড়া পোষ্যটি তাঁর চোখের মণি। তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না ওই তরুণী। সব শোনার পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তরুণের মা। তাই প্রেমিকের সঙ্গে বিয়েই ভেঙে দিলেন তরুণী।

তরুণীর পোস্ট দেখে অনেকেই তাঁর সিদ্ধান্তকে বাহবা দিয়েছেন। কেউ আবার পরামর্শ দিয়েছেন জীবনে সবের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here