বাঙালির উৎসবের আপাতত সমাপ্তি। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সবই শেষ। শনিবার অবশ্য রয়েছে কার্তিক পুজো। তারপরই আসবে নতুন বছর। ইংরেজি বছরের প্রহম পুজোয় তো সরস্বতী পুজো।
শীতকালে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা। ঘরে ঘরে পূজিতা বাগদেবী। এদিকে শীত আসবে আসবে করছে, তাহলে চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সরস্বতী পুজো কবে পালিত হবে।
পুরাণ অনুসারে, প্রথমে ব্রহ্মা দেবী সরস্বতীর পুজো করেন। পরে তার পুজো জগতে প্রতিষ্ঠিত হয়। অনেকে সরস্বতী পুজোর দিনটিতে অনেকেই বাড়ির শিশুটিকে হাতেখড়ি দেন। আর শিক্ষার্থীরা দেবীর কাছে শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভের কামনা করে।
আগামী বছর সরস্বতীপুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার। তাই অনেকেই নিশ্চিন্ত। আবার অনেকের মন খারাপ ছুটি নষ্ট হচ্ছে বলে।
দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।