সমস্যা প্রতিটা মানুষের জীবনেরই অঙ্গ। কারও জীবনে তা কম আবার কারও বেশি। অনেক সময় নিজ বুদ্ধি, কাজ ইত্যাদি দিয়ে মানুষ প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে বা তা থেকে রেহাই পায়। তবে অনেক সময় কাজ করলেও ভাগ্য সাধ দেয় না। এই মুশকিল আসান করার জন্য জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু সমাধানের কথা বলা রয়েছে। ঘরোয়া জিনিস দিয়েই করা যায় তার প্রতিকার। যেমন জ্যোতিষমতে, চিনি দিয়ে কিছু টোটকা আছে যা করলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। দেখে নিন কী করবেন-

জন্মছকে রবি দুর্বল অবস্থায় থাকলে, প্রতি রবিবার গঙ্গাজলের সঙ্গে চিনি মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন।

চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, চাকরি পেতে দেরি হচ্ছে, সে ক্ষেত্রে সারা রাত একটা তামার ঘটিতে কিছুটা চিনির জল করে মাথার কাছে রেখে দিতে হবে। তার পর সকালবেলা সেই জল খেয়ে চাকরির খোঁজে যেতে হবে।

দীর্ঘ সময় অর্থাৎ, অনেক দিন ধরে জীবনে একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে, কোনও সমাধান হচ্ছে না। এ ক্ষেত্রে একটা তামার ঘটিতে চিনির জল তৈরি করে খেতে হবে। যত দিন পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, এই ক্রিয়াটি করে যেতে হবে।

শনির মহাদশা চললে, তা কাটিয়ে উঠতে নারকেলের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান।

ব্যবসায় সমস্যা দেখা দিলে আটার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়ে ও কাককে খাওয়ালে, ব্যবসায় সমস্যা কেটে যায়।

জীবনে যদি সমস্যা লেগেই থাকে তবে যে কোনও প্রবাহিত জলে প্রতি শুক্রবার কিছুটা চিনি ভাসিয়ে দিন।

যে কোনও শুভ কাজে বেরোনোর আগে একটা চামচে অল্প ঘি ও চিনি একত্রে মিশিয়ে মুখে দিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here