দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা শেষ। এখন মানুষ অপেক্ষায় রয়েছেন দেবী জগদ্ধাত্রীর আরাধনার। প্রতিবছর রীতিনীতি মেনে সিংহবাহিনী চতুর্ভূজা জগদ্ধাত্রীর পুজো করা হয়। প্রতিবছর কার্তিক মাসের শুক্ল নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো। দেবীর পুজো সবথেকে জনপ্রিয় চন্দননগর ও বেলুড় মঠে। যা দেখার জন্য লাখো লাখো ভক্ত সেখানে উপস্থিত হন। জগদ্ধাত্রী পুজো সব থেকেই জাঁক হতে দেখা যায় হুগলির চন্দননগরে।
চলতি বছর জগদ্ধাত্রী পুজো পড়েছে নভেম্বর মাসের ১০ তারিখ। জগদ্ধাত্রী পুজোর নবমীতেই কিন্তু দেবীর মূল পূজোর আয়োজন করা হয়। তবে ষষ্ঠী থেকেই পুজো হয় বিভিন্ন জায়গায়।
জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী পুজো পড়েছে ৭ নভেম্বর, সপ্তমী পুজো পড়েছে ৮ নভেম্বর, অষ্টমী পুজো পড়েছে ৯ নভেম্বর, আর নবমীর তিথি পড়েছে ১০ নভেম্বর। এই দশমী তিথি পড়েছে ১১ নভেম্বর।