বর্তমান সময়ে মানুষ নানা ফান্ডে টাকা ইনভেস্ট করেন ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। তবে এখন SIP এবং মিউচুয়াল ফান্ডে বেশি বিনিয়োগ হয়ে।

যেখানে অল্প পরিমাণ টাকা জমিয়েই কোটিপতি হওয়ার সুযোগ থাকে যেকোনও মানুষের সামনে।

এমন একটি উপায় যেখানে কোটিপতি হওয়ার সুযোগ থাকে যেকোনও মানুষের সামনে।

সঠিক পদ্ধতি জেনে যদি ইনভেস্ট করেন, তাহলে রিটার্ন মিলবে বড় অঙ্কের।

আপনি বিনিয়োগ শুরু করতে পারেন মাত্র ১০০ টাকা থেকেই।

সেটি হল, দীর্ঘমেয়াদী কমপাউন্ডিংয়ের সুবিধার ফলে একটি নির্দিষ্ট সময়ের পর বিনিয়োগ চড়চড়িয়ে বাড়তে থাকে।

তাদের মতে, দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ড থেকে নিঃসন্দেহে ১২% হারে রিটার্ন পাওয়া সম্ভব।

তাহলে তাঁর কোটিপতি হতে ঠিক কত সময় লাগবে তা একবার জেনে নিন।

৫ হাজার টাকার এসআইপি থেকে ১.০৭ কোটি টাকা রিটার্ন পেতে মোট সময় লাগবে ২৬ বছর। আর এই ২৬ বছরে, তাঁর মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৫,৬০,০০০ টাকা। অন্যদিকে, সুদ থেকে তাঁর আয় হবে মোট ৯১,৯৫.৬০ টাকা।

তাহলে সেই ব্যক্তির কোটিপতি হতে সময় লাগবে ২০ বছর। কারণ, এসআইপি ক্যালকুলেটরের হিসেব অনুযায়ী, ২০ বছরে তিনি মোট ২৪ লাখ টাকা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে ১২% হারে রিটার্ন হলে তিনি সুদ থেকে পাবেন মোট ৭৫,৯১,৪৭৯ টাকা। অতএব, সুদ এবং আসল মিলিয়ে তাঁর ঝুলিতে আসবে মোট ৯৯,৯১,৪৭৯ টাকা। অর্থাৎ, প্রায় ১ কোটি টাকা।

তাহলে মাত্র ১৭ বছরেই তিনি ১ কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন। SIP ক্যালকুলেটর বলছে, ১৫ হাজার টাকার মাসিক এসআইপি করলে ১৭ বছরে তিনি মোট ৩০,৬০,০০০ টাকা বিনিয়োগ করবেন। ফলে, সুদ থেকে আয় হবে মোট ৬৯,৫৮,৮১২ টাকা। অতএব, সুদ এবং আসল মিলিয়ে তিনি ১ কোটি টাকার বেশি রিটার্ন পাবেন সেক্ষেত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here