![IMG_20241208_182822](https://sportsnscreen.com/wp-content/uploads/2024/12/IMG_20241208_182822.jpg)
নতুন বছর শুরু হতে আর হাতে গোনা কিছুদিন বাকি। তার মধ্যেই পরের বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তায় দেশের লাখ লাখ মাধ্যমিক পরীক্ষার্থী। কবে থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে, কতদিন ধরেই বা চলবে সেই পরীক্ষা, তা নিয়ে রয়েছে হাজারও প্রশ্ন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে আলোকপাত করতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
বরাবরের মতোই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারিতে। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত পরীক্ষার সময়সূচিতে দেখা যাচ্ছে, আগামী ১০টি ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। দীর্ঘ এই সময় সূচির মধ্যে কোন দিন কি পরীক্ষা থাকছে চলুন জেনে নেওয়া যাক।
গত বছরের ন্যায় এ বছরও বাংলা পরীক্ষার মাধ্যমে শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৫ অভিযান। তবে এবার ছুটির পরিমাণটা থাকছে বেশি। বাংলা পরীক্ষা শেষ হতে না হতেই পরের দিন অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এরপর অবশ্য কিছুটা নিঃশ্বাস খেলার সময় পাবে তারা। ৩ দিন বিশ্রামের পর অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি দিতে হবে অংক পরীক্ষা। এরপর একদিনের ছুটি নিয়েই ১৭ই ফেব্রুয়ারিতে ইতিহাস পরীক্ষায় বসতে হবে ছাত্র-ছাত্রীদের। এরপর অবশ্য থাকছে টানা পরীক্ষার রুটিন। ১৮,১৯ এবং ২০শে ফেব্রুয়ারি যথাক্রমে ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ২২শে ফেব্রুয়ারি রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।