হাতে সময় খুবই কম। আসন্ন অক্টোবরেই ঢাকে কাঠি পড়তে চলেছে মহিলাদের টি২০ বিশ্বকাপের। যা আয়োজন করার কথা বাংলাদেশের। কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি যা তাতে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়তে পারে ওপাড় বাংলা। তাই বিকল্প ভেন্যু হিসাবে তিনটি দেশকে বেছে নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)।
বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর কি দলগুলি সেখানে খেলতে যেতে রাজি হবে? বাংলাদেশ কি টি-২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য কতটা তৈরি? যেখানে বাংলাদেশি ক্রিকেটারেরাই নিজেদের দেশে অনুশীলন করতে পারছেন না, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়ে গিয়েছে প্রশ্ন, সেই দেশ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট করার জন্য কতটা নিরাপদ? এই রকমই একাধিক প্রশ্ন সাঁড়াশি চাপে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড’কে। তবে সূত্রের খবর, আইসিসি আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে একটি বৈঠকে বসবে। যেখানে আইসিসি কর্তারা বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বিকল্প তিনটি দেশের ভেন্যু নিয়েও আলোচনা হবে। আইসিসি কর্তারা চাইছেন, বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করা না গেলেও সে দেশের টাইম জোনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত’কে বিকল্প ভেন্যু হিসাবে হাতে রাখা। এ দিকে, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে বিসিসিআই-এর। তাই এই পরিস্থিতিতে, দুই বছরের ব্যবধানে দুটি বড় প্রতিযোগিতা কি আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড, প্রশ্ন উঠছে। তবে ভারত ছাড়াও শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি’কেও বিকল্প ভেন্যু হিসাবে ভাবছে আইসিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here