কার্তিক পূর্ণিমা দিনটি অতি বিশেষ বলে বিবেচনা করা হয়। এই মাসটি অত্যন্ত শুভ মাস। এই মাসে শুভ কাজও করা হয়। ভগবান বিষ্ণু চারমাস নিদ্রার পর জেগে ওঠেন এই মাসেই। তাই এই মাসে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলেই মনে করা হয়।

কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনটির অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ দেব দীপাবলি বা গুরু নানক জয়ন্তী নামে পরিচিত। চলতি বছর এই দিনটি পড়েছে ১৫ নভেম্বর।

এই দিনটি অত্যন্ত শুভ। কার্তিক পূর্ণিমার শুভদিনে এই দিনে লোকেরা নদীতে স্নান করেন। তারপর সামর্থ্য মতো ব্যক্তিদের দান করে পুজো করেন। তবে এই দিনে কিন্তু একদমই শুভ কাজ করা উচিৎ নয়। এই দিন কোন কোন কাজ করা উচিৎ নয়, জেনে নিন।

এদের খারাপ কথা বলবেন না

কার্তিক পূর্ণিমার দিন কেউ আপনার দরজায় এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। গরিব, অভাবী, অসহায়, বয়স্ক ব্যক্তিদের কখনও খারাপ কথা বলবেন না। এতে আপনার আর্থিক অবনতি হতে পারে।

অপমান করবেন না

কার্তিক পূর্ণিমার দিন কাউকে কখনোই অপমান করবেন না। এতে কিন্তু রেগে যান দেব-দেবীরা। তাদের রাগের কোপে পড়তে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হোন আপনি।

নিরামিষ খাবার খাবেন

এই বিশেষ দিনে নিরামিষ খাবার খাওয়া চেষ্টা করুন। আমিষ খাবার খাবেন না। মদ ছুঁয়ে দেখবেন না। এমনকি ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন। তবে ভগবানের কৃপা পাবেন আপনি।

এগুলি দান করুন

কার্তিক পূর্ণিমার কোনও কিছু দান করা অত্যন্ত ভালো। যদি পারেন রুপোর পাত্র, দুধের মত জিনিস দান করুন। তাছাড়া যদি পারেন দারিদ্র ব্যক্তিদের কোনও খাবার দান করুন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এতে আপনার জন্মকুণ্ডলীতে যদি চন্দ্রত্রুটি থাকে, তাও দূর হবে। আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।

ঘর অন্ধকার করে রাখবেন না

কার্তিক পূর্ণিমার দিন বাড়ির কোনও ঘর, অন্ধকার করে রাখবেন না। এতে মা লক্ষ্মী কিন্তু আপনার দরজাতে এসেও ফিরে চলে যাবেন। তাই এগুলি মেনে চলার চেষ্টা করুন। তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here