২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হল শনিবার। এই বাজেটে এ সস্তা হল কী কী জেনে নেওয়া যাক?
ক্যানসার, বিরল রোগ সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও আরও ৩৭ টি ধরনের ওষুধে ঘোষণা করা হয়েছে শুক্ল ছাড়ের।
এলইডি, জিঙ্ক, কোবাল্টের পণ্য, লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্র্যাপ, ১২ টি বিশেষ খণিজ থেকে শুল্ক সরানোর ঘোষণা হয়েছে। ওপেন সেল সহ কিছু পণ্যে ৫ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।
আরও ১০ বছরের জন্য জাহাজ নির্মাণে তৈরি কাঁচামালের ওপর থেকে শুল্ক সরানোর ঘোষণা হয়েছে।
ফ্রোজেন মাছের পেস্ট (সুরিমি) র ক্ষেত্রেও শুল্কের কমতি ঘোষিত হয়েছে। এর অ্যানালগ পণ্যে তৈরি ও রপ্তানির জন্য শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে।
ইভি ব্যাটারি তৈরিতে ৩৫ টি বাড়তি পণ্য, মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য ২৮টি অতিরিক্ত পণ্য ‘অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যের’ তালিকায় যুক্ত করা হবে।
দাম কমতে পারে চামড়ার জ্যাকেট, পার্স, বেল্টের।