২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নিয়ে বহু প্রত্যাশা ছিল আমজনতার। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারও ভারসাম্য রক্ষার বাজেট হয়েছে। একাধিক ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছেন নির্মলা, আবার কোনও ক্ষেত্র সম্পূর্ণ উপেক্ষিতই থেকে গিয়েছে। তবে এবারেও গুরুত্ব পেয়েছে পর্যটন ক্ষেত্র। দেশের বিভিন্ন প্রান্তে হোম স্টেগুলির শ্রীবৃদ্ধি মুদ্রা লোনের আওতায় আনা, ৫০ টি পর্যটন কেন্দ্রের উন্নয়ন, চিকিৎসা পর্যটন বা মেডিক্যাল টুরিজমে জোর দিয়েছেন নির্মলা সীতারমণ।

শনিবার বাজেট পেশ করে নির্মলা সীতারমণ এই ঘোষণা জানালেন, দেশের ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। এমনিতেও বাংলার বিভিন্ন পর্যটন স্থানে হোম স্টেগুলিতে বারবার জোর দেওয়ার কথা বলে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রও সেই পথে হাঁটল।

বেড়াতে যাওয়ার ক্ষেত্রে মধ্যবিত্তরাও যাতে দ্রুত যাতায়াত করতে পারেন, তার জন্য ‘উড়ান’ প্রকল্পের সুবিধা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী ১০ বছরে ১২০টি নতুন পর্যটন ক্ষেত্রে আরও চার কোটি মানুষ বিমানে যাতায়াতের সুবিধা পাবেন। এছাড়া পার্বত্য এলাকায় ছোট ছোট হেলিপ্যাডও তৈরি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here