কয়েকদিন ধরে আকাশের মুখ ছিল একেবারে ভার। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তবে বুধবার বৃ্ষ্টির দেখা মিলেছে সকালে, কিন্তু বেলার দিক থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই রোদের তেজ রয়েছে ব্যাপক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিন ভারী বৃষ্টি নেই বাংলার ভাগ্যে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৮ ডিগ্রি কম।
তবে বঙ্গোপসাগরে এখনও রয়েছে নিম্নচাপ অঞ্চল। এর জেরে শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। ওড়িশা উপকূলে আগামী ৩১ অগস্ট পর্যন্ত সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি বজায় থাকবে। ওই সময়ে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।