হিন্দু ধর্ম অনুসারে বেল গাছ ও পাতা খুবই পবিত্র বলে মনে করা হয়। কারণ শিবের পুজা করতে বেলপাতার দরকার হয়। ভারতের প্রায় সব জায়গাতেই বেল গাছ দেখতে পাওয়া যায়। বিশেষ করে দুর্গাপুজোর সময় ১০৮টি বেলপাতা না নিবেদন না করলে পুজো একেবারেই অসম্পূর্ণ থেকে যায়।
শাস্ত্রমতে, বড়ির কোন দিকে বেল গাছ থাকলে কী উপকার পাওয়া যায় জেনে নিন
উত্তর-পূর্ব দিকে বেল গাছ—
সম্পদ প্রাপ্তি হয় ও অশুভ শক্তি থেকে মুক্তি মেলে।
পূর্ব দিকে বেল গাছ—
নানা প্রকার সম্পদ ও শান্তি লাভ।
দক্ষিণ দিকে বেল গাছ—
পরিবারে সবসময়ে সুখ-শান্তি বজায় থাকে। যে কোনও প্রকার দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়।
শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে বেলের ভূমিকা
১) দুধের সঙ্গে বেলের গুঁড়ো মিশিয়ে পান করলে রক্তাল্পতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
২) পেট ঠান্ডা রাখলে বেলের শরবত খাওয়া হয়ে থাকে।
৩) সরষের তেলের সঙ্গে বেল মিশিয়ে যে কোনও ব্যথার জায়গায় মালিশ করলে উপকার পেতে পারেন।