রোজই সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকেই আকাশ কালো করে এসে শুরু হয়ে যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবারও প্রায় দফায় দফায় মুষলধারে বৃষ্টির দেখা মিলেছে।
আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা। তবে আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
তবে কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। মূলত মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৫ শতাংশ।