জুন মাসের শেষের দিকে শুরু হয়েছে কলকাতা লিগ। শুক্রবার মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ ছিল রেলওয়েজ এফসি-র বিরুদ্ধে। এদিকে ম্যাচ তো ৩টে থেকে শুরু হওয়ার কথা। একই দিনে বিকেল ৪টে থেকে মোহনবাগানকে খেলতে হবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। তাই কলকাতা লিগের ম্যাচের দিন বদলে দেওয়া হল।

কলকাতা লিগের আয়োজক আইএফএ বৃহস্পতিবার জানিয়েছে, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে মোহনবাগান যাবে জামশেদপুরে। একই দিনে দু’টি ম্যাচ খেলতে হত তাদের। ফলে স্থগিত হয়ে গেল ম্যাচ। পরে হবে সেটি। তবে কবে হবে সে বিষয়ে জানায়নি কিছু। শুক্রবার জামশেদপুরে ডুরান্ডে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলবে মোহনবাগান। জিততে পারলে সেমিফাইনাল কলকাতায় খেলার সুযোগ পাবে তারা।

নিজের টিম মোহনবাগানকে নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ হোসে মোলিনা। তবে প্রতিপক্ষকে হেলাফেলা করতেও রাজি নন তিনি। মোলিনার কথায়, “নকআউটের মতো ম্যাচে সামনে যে-ই থাকুক, জিততেই হবে। পঞ্জাবের দলটা ভাল। ডুরান্ডে কাপে কেরল, মুম্বইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যে ম্যাচগুলো খেলেছে, সেখানে ভালই লেগেছে। ওদের হারানো সহজ নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here