পৌষ সংক্রান্তিতে শীত বাড়ে, আপামর বাঙালির এ বিশ্বাস জনমভর। কিন্তু আচমকায় রবিবার থেকেই ঠান্ডা গায়েব। যদিও শীতের হালকা আমেজ রয়েছে।
শীতের আমেজ থাকলেও রাতারাতি জাঁকিয়ে ঠান্ডা আর নেই। এমনকি আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার আরও বদল হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের তরফে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। আর এর ফলে হঠাৎ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে উধাও জাঁকিয়ে ঠান্ডার আমেজ।
কলকাতার আবহাওয়াতেও বড় বদল ঘটবে। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। অন্যদিকে উত্তরে হাওয়ার প্রভাব না থাকলেও পূবালী হওয়ার প্রভাব বাড়বে।
উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায়। তবে তা খুবই হালকা বলে পূর্বাভাস হাওয়া অফিসের। একই সঙ্গে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে।