চলতি বছরের মহাকুম্ভ ঘিরে প্রয়াগরাজে সাজো সাজো রব। কুম্ভমেলা বহু ধরনের হয়। কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ। চলতি বছরে ১৪৪ বছর পর মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে।

কুর্ম পূরাণ অনুযায়ী ৪ টি কুম্ভ মর্ত্যে আয়োজিত হয়। আর শেষ ৮ কুম্ভ স্বর্গে আয়োজিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি ১৪৪ বছরে আসে মহাকুম্ভ।

৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে মহাকুম্ভ। মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়।

শাহি স্নানের তারিখ:

১৩ জানুয়ারি ২০২৫ সালে রয়েছে কুম্ভমেলার  স্নান।

মকর সংক্রান্তিতে  ১৪ জানুয়ারি প্রথম শাহি স্নান।

২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নান।

৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহি স্নান রয়েছে।

১২ ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমায় স্নানের পূণ্য দিন।

আর ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে ২০২৫ সালের শেষ শাহি স্নান।

হরিদ্বারে গঙ্গার তীরে, মধ্য প্রদেশে শিপ্রার তীরে উজ্জয়িনীতে, মহারাষ্ট্রের নাসিকে গোদাবরীর তীরে, এবং উত্তর প্রদেশের প্রয়াগরাজে, গঙ্গা, যমুনা ও ধর্মীয় মান্যতা অনুসারে সরস্বতীর সঙ্গমের তীরে আয়োজিত হয় কুম্ভ মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here