শীতের ছুটিতে ঘুরে আসুন প্রাচীন বাংলার রাজধানী। মালদহ শহর থেকে খুব কাছে প্রাচীন এই নিদর্শন। হাতে মাত্র একদিন সময় নিয়েই ঘুরে আসুন। মালদহ টাউন স্টেশন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের এই ধ্বংসাবেশ রয়েছে। মালদহ শহর থেকে ছোট গাড়ি বা টোটো, অটো করেও ঘোরা সম্ভব গৌড়।
এই গৌড়ে রয়েছে রামকেলি। যেখানে বৈষ্ণব ধর্মের বহু নিদর্শন রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন পর্যন্ত রয়েছে এই রামকেলি ধামে। এর পরই গৌড়ের একের পর এক একাধিক নিদর্শন রয়েছে যেগুলি আপনি দেখতে পারবেন। গৌড়ের চারদিক আমবাগানে ঘেরা মনোরম পরিবেশ। শীতের এই আবহাওয়ায় ঘুরতে পর্যটকদের কোন সমস্যায় হবে না গৌড়ের বিভিন্ন প্রান্ত।
শশাঙ্কের হাতে প্রতিষ্ঠিত গৌড় দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী ছিল। চার শতাব্দীর বেশি সময় ধরে একাধিক রাজবংশ শাসন করেছেন।বর্তমানে এটি বাংলার ইসলামিক আমলের দর্শনীয় ধ্বংসাবশেষের মধ্যে অন্যতম।