ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! সৌদি আরবে খেলতে এসে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন পর্তুগিজ মহাতারকা? তাঁকে নিয়ে আচমকাই একাধিক প্রশ্ন উঠেছে। জল্পনা তৈরি হয়েছে মূলত রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লার একটি মন্তব্যকে কেন্দ্র করে।

সৌদির ক্লাব আল নাসেরের হয়ে খেলার সময় একটি ম্যাচে গোল করার পর রোনাল্ডোকে মাঠে সাজদা (প্রার্থনা) করতে দেখা গিয়েছিল। আল নাসেরের প্রাক্তন গোলরক্ষক আবদুল্লা বলেছেন, “রোনাল্ডো সত্যিই ইসলাম গ্রহণ করতে চেয়েছিল। ওর সঙ্গে আমার বিষয়টা নিয়ে কথাও হয়েছিল। তখন রোনাল্ডো আগ্রহও দেখিয়েছিল। একটা ম্যাচে গোল করার পর আমরা রোনাল্ডোকে সাজদা করতে দেখেছিলাম আমরা। সব সময় বাকি খেলোয়াড়দের প্রার্থনা করার জন্য উৎসাহিত করত। তা ছাড়া ইসলামের বিভিন্ন ধর্মীয় রীতি মেনে চলতেও দেখেছি রোনাল্ডোকে।” আবদুল্লা আরও বলেন, “অনুশীলনের সময় আজান শুনতে পেলে রোনাল্ডো কোচকে অনুরোধ করত, নমাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য। গোল করার পর ওকে কয়েক বার ‘আল্লা হু আকবর’ বলতেও শুনেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here