ফের আরেকটি ট্রেন দুর্ঘটনা ভারতীয় রেলে। শালিমারে ঢোকার আগে বেলাইন হয়ে গেল শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। ঘটনাটি নলপুরের কাছে ঘটেছে।
শনিবার ভোর ৫টা ৩১ মিনিট নাগাদ শালিমারে ঢোকার আগে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি। দুটি জেনারেল কোচ-সহ মোট ৩টি কামরা লাইনচ্যুত হয়।
দিল্লি থেকে তিরুবনন্তপুরমের দিকে যাচ্ছিল কেরালা এক্সপ্রেস নামক ট্রেনটি। সেই সময়ে সাফাইকর্মীরা শোরানুর ব্রিজের আবর্জনা পরিষ্কার করছিলেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লাইনের ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরেই সেখানেই পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের কর্তারা। ট্রেনের যাত্রীদের বিকল্প বাসে করে শালিমার স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
খড়গপুর থেকে হাওড়া যাওয়ার আপাতত সমস্ত লোকাল ট্রেন আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন।
প্রাথমিক ভাবে রেলের কর্তারা মনে করছেন লাইনের ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে একাংশের মতে, এলএইচবি রেক এবং ট্রেনের গতি কম থাকার কারণে দুর্ঘটনার অভিঘাত কিছুটা হলেও কম। কোনও হতাহতের সংখ্যা নেই।