টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার তো সকলেই করেন। তবে আপনি কি জানেন, দাঁত পরিষ্কার ছাড়াও ঘরের আরও নানা কাজে ব্যবহার হয় এই টুথপেস্ট। জানেন সেগুলো কী কী?
১। এখন শীত বা গরম বলে কিছু নেই। যখন তখন বৃষ্টি ধেয়ে আসে। আর এই সময় জুতো পরে রাস্তায় বেরোলে কাদা লাগবেই। তবে জুতো পরিষ্কার করতে কিন্তু বেশ উপকারী টুথপেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতোয় লাগিয়ে নিন। তার পর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিলেই নতুনের মতো চকচক করবে আপনার কাদা লাগা জুতোও।
২। বাড়িতে বাচ্চা থাকলে একটাই মুশকিল, দেওয়ালে যে কখন আঁকিবুকি কেটে দেবে বোঝা দায়। ঘরের দেওয়াল যেন আস্ত একটা ক্যানভাস। নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেওয়ালে মাখিয়ে নিন। তার পর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না কিন্তু।
৩। প্রিয় কাপে দীর্ঘদিন ধরে চা বা কফি খেতে খেতে হলুদ দাগ পড়ে গিয়েছে? কিছুতেই সেই দাগ উঠতে চাইছে না? মুশকিল আসান কিন্তু সেই মাজনই। প্রথমে কিছু ক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে দিন। এবার সেটিকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। নিমেষে ঝকঝকে হয় উঠবে কাপ। একই পদ্ধতিতে পরিষ্কার হয়ে যাবে বাথরুমের কাচের দাগও।
৪। পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান। তার পর তা দিয়ে ধীরে ধীরে ঘষুন রুপোর গয়না। এর পর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন। কালচে দাগ উঠে একেবারে চকচকে হয়ে যাবে সাধের গয়না।
৫। রান্না করার পরে কিছুতেই হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ যাচ্ছে না? কয়েক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে ভাল করে ঘষে নিন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মুহূর্তে দুর্গন্ধ দূর হয়ে যাবে।