জিরে রান্নায় ব্যবহৃত একটি উপাদান। এছাড়াও এর ঔষধি গুণও রয়েছে। তবে রান্নায় স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি এর আপনার জীবনে সুখ বৃদ্ধিও করতে পারে এই জিরে। জ্যোতিষমতে, সঠিক উপায়ে যদি এই জিরে ব্যবহার করা হয় তবে জীবনে সুখ-সমৃদ্ধির ফিরতে পারে। দেখে নিন টোটকাগুলি-

জীবনে যদি সাফল্য পেতে চান, তাবে অবশ্যই প্রতি বৃহস্পতিবার কাজে যাওয়ার আগে মুখে এক চিমটে জিরে চিবিয়ে খেয়ে যান। এতে আপনার উন্নতি কেউ রুখতে পারবে না।

শুক্রবার মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে লাল রঙের কাপড় বিছিয়ে রাখুন। এখন এটায় এক মুঠো জিরে রেখে কিছু কয়েন রেখে দিন। মা লক্ষ্মীর পুজোর পর জিরে ও কয়েন কাপড়ে জড়িয়ে সেই জায়গায় রাখুন যেখানে আপনি আপনার অর্থ রাখেন। বিশ্বাস করা হয় যে এতে ঘরে দেবী লক্ষ্মীর কৃপা থাকে। বিশেষ করে দিওয়ালীর রাতে ধন বৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীকে জিরে অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়।

আর্থিক টানাপড়েনে জেরবার? শুক্রবার একটি কাপড়ে একটু জিরে বেঁধে মন্দিরে মা লক্ষ্মীকে অর্পণ করুন। এরকম করলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়ে যাবে। এই উপায় সব ক্ষেত্রে সফলতা দেয় এবং আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যায়।

যদি আপনার আশেপাশে নেতিবাচক শক্তির উপস্থিতি অনুভব করেন বা আপনার ওপর কারোর খারাপ নজর পড়েছে তবে জিরের কিছু দানা নিয়ে নিজের ওপর সাত বার ঘুরিয়ে আগুনে ফেলে দিন। এরকম করলে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং আশেপাশে ইতিবাচকতা চলে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here