সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, কর্মীদের বেতনের একটি অংশ জমা হয় তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। অবসরের পর একটি বড় অঙ্কের টাকা পান কর্মীরা । বৃদ্ধাবস্থায় এই পিএফের টাকাই অন্ধের যষ্ঠি হয় । প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার উপর সুদও পাওয়া যায়। কিন্তু প্রয়োজনে এই পিএফের টাকা কি সহজে তুলে নেওয়া যায়? ধরুন আপনি একটি নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন, সেক্ষেত্রে কি আগেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন? কী বলছে নিয়ম, চলুন জেনে নেওয়া যাক।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংস্থার সদস্যরা কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকা অগ্রিম তুলে নিতেই পারেন। তবে একমাত্র যে সমস্ত কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থার সদস্য রয়েছেন ৫ বছর বা তার বেশি সময় ধরে, কেবলমাত্র তারাই এই সুবিধে পাবেন। আর এরই সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে সুদ সহ ন্যূনতম ১ হাজার টাকা থাকতে হবে।

প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম টাকা তুলতে গেলে কর্মীকে একটানা পাঁচ বছর কাজ করে থাকতে হবে কোনো সংস্থায়। অগ্রিম আপনি আপনার মাসিক বেতনের ২৪ গুণ টাকা এক লপ্তে তুলতে পারেন আংশিকভাবে। কোনো জমি বা বাড়ি কেনার জন্য এই নিয়ম রয়েছে আর যদি জমি কিনে বাড়ি নির্মাণের জন্য টাকা তুলতে চান, তাহলে আপনি আপনার মাসিক বেতনের ৩৬ গুণ টাকা তুলতে পারবে অগ্রিম। একই সময়ে আপনি যদি আপনার বাড়ি মেরামত করতে চান, তাহলে মাসিক বেতনের ১২ গুণ টাকা তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ড থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here