এই মুহূর্তে দাঁড়িয়ে ঐশ্বর্য্য রাই বচ্চনের একমাত্র ভরসা তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন। তাঁর ও অভিষেক বচ্চনের মধ্যে যে ব্যক্তিগত সমস্যা তৈরি হয়েছে তা সকলেরই জানা। তাই অভিষেককে ছাড়াই এই বছর পালিত হল আরাধ্যা বচ্চনের জন্মদিন। মেয়ের জন্মদিন ও প্রয়াত বাবার জন্মদিন একসঙ্গে পালন করলেন অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করলেন রাইসুন্দরী।
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য্য। সঙ্গে লিখেছেন, “শুভ জন্মদিন আমার জীবনের দুটো অন্তহীন ভালবাসার মানুষকে। আমার প্রিয় বাবা আর আমার প্রিয় আরাধ্যা। আমার মন, আমার হৃদয়.. তোমরা আমার সবকিছু।“
সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য্য যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন তাতে দেখা যাচ্ছে, মা ও মেয়ে মিলে ঐশ্বর্য্যের বাবার ছবিকে প্রণাম করছেন, তাঁর সামনে ফুল রাখছেন। দুজনের পরণেই সাদা পোশাক। কোনও কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে ঐশ্বর্য্যর সঙ্গে আরাধ্যায়র ছোটবেলার ছবি। কোথাও মা মেয়ের কেবলই হাতের ছবি। কোথাও আবার অস্পষ্ট আদরের ছবি মা মেয়ের।
একটি বেলুনে লেখা, ‘আরাধ্যা তুমি এবার অফিসিয়ালি টিনএজার হলে’। এছাড়াও রয়েছে একটি ছবি যেখানে সাজগোজ করে রয়েছেন আরাধ্যা আর মেয়েকে জড়িয়ে ধরে রয়েছেন ঐশ্বর্য্য। দেওয়ালে লেখা লেটস পার্টি।তবে জন্মদিনের ছবিতে কোথাও দেখা যায়নি অভিষেক বচ্চনকে।