আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র চিকিৎসকেরা। কর্মবিরতি চালাচ্ছেন তাঁরা। অচলাবস্থা কাটাতে এ বার আরজি করে বৈঠকে স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তারা। উপস্থিত রয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারাও।
শনিবার আরজি করে পৌঁছন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা। সেই দলে রয়েছেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক। এ ছাড়াও আরও অনেকেই রয়েছেন। উল্লেখ্য, আরজি করের প্রশাসনিক মাথাদের সরানোর দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তারেরা। দাবি মানা না হলে কাজে ফিরবেন না, এমন হুঁশিয়ারিও দিয়েছেন। গত বুধবার স্বাস্থ্য ভবন অভিযান চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সেখানে ডেপুটেশন জমা দেন তাঁরা।
স্বাস্থ্য ভবন আন্দোলনকারীদের প্রায় সব দাবিই মেনে নেয়। আরজি করের অধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে সরিয়ে দেওয়া হয়। তার পরেও কর্মবিরতি ওঠেনি। সেই নিয়েই চলছে শনিবারের বৈঠক।