বুধবার আরজি কর মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। মামলাটি আগামী বুধবার ২৯ জানুয়ারি শুনবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই দিন দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা।

আরজি কর মামলায় সঞ্জয়কে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে গত শনিবার। তার পর সোমবার তাঁর শাস্তি ঘোষণা করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবারই কলকাতা হাই কোর্টে মামলা করে রাজ্য সরকার। তাদের বক্তব্য, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড প্রাপ্য। হাই কোর্টে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আগামী সোমবার সেই মামলার শুনানি হবে।

২৯ জানুয়ারি শীর্ষ আদালতে মামলাটি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে খুন এবং ধর্ষণের অভিযোগ ওঠে। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারা চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়কেই চিহ্নিত করেছিল। তার ভিত্তিতে দু’মাস ধরে বিচারপ্রক্রিয়া চলেছে শিয়ালদহ আদালতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here