সামনেই শীত, এই সময় পাহাড়ের রূপ কিন্তু একদম ভিন্ন। অনেকেই যেতে চান এই সময়।   আর বাঙালির কাছে কম খরচে বরফ মানেই উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, টাইগার হিল সহ একাধিক জায়গা। দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে কার্শিয়াংয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পাহাড় দেখার আনন্দর সঙ্গে আর কিছুর তুলনা হবে না। এদিকে সব আনন্দের মধ্যেই তো কিছু না কিছু ‘কিন্তু’ লুকিয়ে থাকে। এখানেও রয়েছে। কার্শিয়াঙেই রয়েছে ডাউ হিল।

সবুজ চা বাগান, উপত্যকা, জল্প্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিক রূপ এই পার্বত্য অঞ্চল। এমন অনির্বচনীয় সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে রয়েছে এক নাম না জানা ভয়। ডাউ হিল ভুতুরে জায়গা বলে অধিক পরিচিত। বলা ভাল, এর দুর্নাম এই একটিই। এখানে যারা বসবাস করেন তাঁরা বহু সময় ডাউ হিল সংলগ্ন অঞ্চলে বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছেন। শোনা যায় এখানে একটি ছেলেকে ঘুরতে দেখা যায়, তার মাথা নেই। স্কন্ধকাটা হয়ে সে সর্বত্র ঘুরে বেড়ায়। এক শাড়ি পরিহিত মহিলাকেও ঘুরে বেড়াতে দেখা যায়।

ডাউ হিলেই রয়েছে শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া বয়েজ স্কুল। স্থানীয়রা বলেন গরমের ছুটির সময়ও এই স্কুলের ভেতর থেকে শিশুদের পদধ্বনী, হাসির শব্দ পাওয়া যায়। তাঁরা বিশ্বাস করে ভিক্টোরিয়া বয়েজের অন্দরে এখনও রয়ে গিয়ে শিশুদের আত্মা। সন্ধ্যার পর ওই অঞ্চল দিয়ে গেলে গা ভারী হয়ে গিয়েছে এমনও শোনা গিয়েছে। তাই পর্যটকরা যদি ভ্রমণ করতে যান তাহলে অবশ্যই স্থানীয় কাউকে সঙ্গে নিন। সব থেকে ভাল হয় রাতে না বেরোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here