দীর্ঘ ১৮ বছর ধরে ঘুমিয়ে রয়েছেন এক রাজপুত্র। শত সোনার কাঠি ছুঁইয়েও কেউ তাঁর ঘুম ভাঙাতে পারেনি। রাজপুত্রের নাম আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। কোটি কোটি টাকা খরচ করলেও ঘুম ভাঙানো যায়নি তাঁর।

বিশ্বের কাছে তিনি পরিচিত ‘ঘুমন্ত রাজপুত্র’ (স্লিপিং প্রিন্স) হিসাবে। কোমায় থাকার কারণে বিগত ১৮ বছর ধরে তিনি শয্যাশায়ী।

২০০৫ সালে, মাত্র ১৮ বছর বয়সে রাজধানী রিয়াদে একটি পথ দুর্ঘটনার মুখোমুখি হন ওয়ালিদ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই জানা যায় মস্তিষ্কে চোট লেগেছে ওয়ালিদের। আর সেই কারণে তিনি কোমায় চলে গিয়েছেন। এরপর থেকে তার দীর্ঘ ১৮ বছরের লড়াই এখনও চলছে।

২০০৫ সাল থেকে ওয়ালিদের অবস্থার কোনো রকম উন্নতি হয়নি। চিকিৎসকেরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশা ছেড়ে দিলেও তার বাবা খালিদের বিশ্বাস ছেলে এক দিন ঠিক সুস্থ হয়ে উঠবে। প্রসঙ্গত, যুবরাজ ওয়ালিদ, সৌদি রাজ পরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদের ছেলে এবং সৌদি ধনকুবের ব্যবসায়ী আলওয়ালিদ বিন তালালের ভাইপো।

খালিদ একবার বলেছিলেন, ‘চিকিৎসকেরা আমার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে বলেছিল। আমি বলেছিলাম, দুর্ঘটনায় মৃত্যু হলে ছেলের কবর দিতাম। কিন্তু আমার ছেলে যতক্ষণ নিশ্বাস নেবে ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব।’

খালিদ মনে করেন, একদিন ঠিক ‘অলৌকিক’ কোনো ঘটনা ঘটবে এবং তার ছেলে কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে উঠবেন।

২০২০ সালের অক্টোবরে ওয়ালিদ তার আঙুল নাড়াতে পেরেছিলেন। কিন্তু তারপর থেকে অবস্থার আর কোনো উন্নতি হয়নি।

ওয়ালিদকে দেখভাল করার জন্য জনা দশেক কর্মচারী রাখা হয়েছে সৌদি রাজপরিবারের পক্ষ থেকে। এর জন্য খরচ হয় কোটি কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here