ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ট্রেনে যাতায়াত করেন। এখনও পর্যন্ত খুব কম টাকায় অনেক দূরের যাত্রাও ট্রেন দ্বারাই সম্ভব। জানেন কি ভারতের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? চলুন আজ জেনে নেওয়া যাক দেশের সাতটি ব্যস্ত রেলস্টেশন সম্পর্কে।

হাওড়া স্টেশন

ভারতের সর্বাপেক্ষা পুরনো এবং ব্যস্ততম রেল স্টেশন হল হাওড়া। সারা দেশের বিভিন্ন অংশের সঙ্গে কলকাতাকে সং যুক্ত করে এই স্টেশন।

নিউ দিল্লি রেলওয়ে স্টেশন

ভারতের আর এক দীর্ঘতম স্টেশন হল নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এই স্টেশন কমপ্লেক্সে রয়েছে ইন্টারলকিং সিস্টেম।

মুম্বইয়ের ছত্রপতি টার্মিনাস

ইউনেস্কোর পক্ষ থেকে হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে মুম্বইয়ের ছত্রপতি টার্মিনাসকে। এই স্টেশনটি স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এবং অসংখ্য মানুষের মিলনস্থল।

কানপুর সেন্ট্রাল

কানপুর সেন্ট্রাল হল এমন একটি স্টেশন যেখান থেকে ভারতের প্রায় সব স্থানে যাওয়ার ট্রেন পাওয়া যায়। বিশ্বের দীর্ঘতম ইন্টারলকিং রেল রুটের জন্য বিখ্যাত এই স্টেশনটি।

চেন্নাই সেন্ট্রাল

চেন্নাই সেন্ট্রাল হল এমন একটি স্টেশন যেখান থেকে দক্ষিণ ভারত রুটের প্রায় সব দূরপাল্লার ট্রেন যাতায়াত করে।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশন

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশন ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে মানুষকে সংযুক্ত করে। এখান থেকে অসংখ্য এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলে সারাদিন ধরে।

পাটনা রেল স্টেশন

দিল্লি এবং কলকাতার মধ্যে সংযোগ স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাটনা রেল স্টেশন। ফলে প্রতিদিন হাজার হাজার লোক আসে এই স্টেশনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here