জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে কিছু বিশেষ মন্ত্র জপ করা হয় হয়, তাহলে সারাদিন সফলতার সঙ্গে কেটে যেতে পারে। যে কোনও কাজেই আত্মবিশ্বাস আর সফল হওয়ার তাগিদ দেখা যায়।

গীতায় উল্লেখ রয়েছে যে, সকালে ঘুম থেকে উঠার আগে নিজের হাত দেখার নিয়ম। এছাড়া রয়েছে একটি কার্য়করী মন্ত্রও। তা জপের মত উচ্চারণ করতে পারেন।

করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী। করমূলে তু হি ব্রহ্ম, প্রভাতে কর দর্শনম।’

অর্থ- এই মন্ত্র অনুসারে হাতের তালুর সামনের অংশে দেবী লক্ষ্মী, মধ্যভাগে দেবী সরস্বতী এবং মূল অংশে ভগবান পরব্রহ্ম অবস্থান করেন। হে প্রভু, প্রভাতে তাঁর দর্শন করে আমি তোমাকে প্রণাম করি। আমার শুভেচ্ছা গ্রহণ করুন।

দ্বিতীয় মন্ত্র

সকালে বিছানা থেকে উঠার আগে বিশ্বমাতাকে স্পর্শ করার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয়।

সর্বাবধিনির্মুক্তো ধনধান্যসুতান্বিতাঃ মনুষ্নো মাত্প্রসাদেন ভবিষিতিন না সংসায়ঃ

অর্থ- হে দেবী, আমি তোমাকে প্রণাম করি। মানুষের কাছে আপনার প্রসাদ গ্রহন করলে মানুষ সমস্ত দুঃখ থেকে মুক্তি পায়। এর সঙ্গে ধন, শস্য ও পুত্র লাভ হয়।

হিন্দুদের বিশ্বাস যে সকালবেলা এই দুটি মন্ত্র জপ করে দিন শুরু করল সারা দিনটা ভাল কাটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here