বিশেষজ্ঞরা বলেন, সাপের কামড়ের পর বিষক্রিয়ার থেকে বেশি মানুষ আতঙ্কে প্রাণ হারান। পাশাপাশি, সচেতনতার অভাবেও মৃত্যু হয় অনেকের। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে এমন একটি খাবার, যা সাপে-কাটা মানুষকে খাওয়ালে বিষ গোটা শরীরে ছড়াতে পারে না।

গোটা বিশ্বে যত সাপ রয়েছে তাদের মধ্যে ২০ শতাংশ বিষধর। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে বিষহীন সাপেই কামড়ায়, কিন্তু আতঙ্ক ও ভয়ের কারণে মানুষের মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলেন, সাপে কামড়ানোর পর প্রথম যেটা করতে হবে, তা হল মাথা ঠান্ডা রাখা। এর ফলে বিষ শরীরে ছড়াবে না।

আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলেন, সাপে-কাটা ব্যক্তিকে ঘি খাওয়াতে হবে। গরম খাবার খাওয়াতে হবে এবং ১০-১৫ বার বমি করাতে হবে, যাতে বিষ শরীরে ছড়িয়ে না পড়ে। ভুলেও জল খাওয়া যাবে না। এই সময় শরীরের বিপাক হার কম রাখতে হবে।

সাপে কামড়ানোর সময় আপনি যদি একা থাকেন সঙ্গে সঙ্গে ১০৮ বা ১১২ নম্বরে ফোন করুন। যদি আশপাশে লোকজন থাকে, যত দ্রুত সম্ভব হাসপাতালে যান।

অনেকে সাপে কামড়ানোর জায়গাটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেন। এতে গোটা শরীরে বিষ ছড়াতে পারে না ঠিকই, কিন্তু রক্ত চলাচলের অভাবে বেঁধে রাখা যায়গাটি চিরতরে অবশ বা বিকল হয়ে যেতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here