আপামর বাঙালির একটি আবেগ হল শান্তিনিকেতন। সপ্তাহান্তে এক দুদিনের ছুটি পেলে শহুরে ব্যস্ততা থেকে শান্তি খুঁজতে কমবেশি সকলেরই পছন্দ শান্তিনিকেতন। তবে শুধুই ঘুরতে নয়, সঙ্গেSonajhuri market will not sit every day from today সোনাঝুড়ির হাটে কেনাকাটি করতে যাওয়ার জন্যও যান অনেকেই।
এতদিন সপ্তাহে সাত দিনই খোলা থাকত হাট। কিন্তু এবার আর সেটা হবে না, জারি হয়েছে নতুন নির্দেশ।
আসলে সোনাঝুড়ির জঙ্গলেই সপ্তাহের সাত দিন বসত হাট। নানান লোকশিল্পীরা তাদের পসরা নিয়ে হাজির হতেন, চলত কেনা বেচা। হাতে গড়া গয়না থেকে একতারা, বাদ্যযন্ত্র, পাঞ্জাবি, তাঁতের শাড়ি আরও কত কি কেনার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষেরা। কিন্তু মানুষের আনন্দে জঙ্গলের ক্ষতির সম্ভাবনা বাড়ছে। তাই বন দফতরের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।
সপ্তাহে কদিন খোলা সোনাঝুড়ির হাট?
যেমনটা জানা যাচ্ছে, হাট বসার কারণে যাতে জঙ্গলের কোনো রকম ক্ষতি না হয় তার খেয়াল রাখতে হবে বলা হয়েছে। সেই কারণেই এবার থেকে সপ্তাহে চারদিন খোলা থাকবে সোনাঝুড়ির হাট। কি কি বার খুলবে? উত্তর হল শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার। মূলত এই দিনগুলোতেই সবচেয়ে বেশি পর্যটক আসে শান্তিনিকেতনে। সেই কারণেই এই চারদিন বেছে নেওয়া হয়েছে। বাকি তিন দিন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হবে সোনাঝুড়ি হাট।
তবে শুধু হাট খোলার দিন কমালেই জঙ্গলের রক্ষা হবে না। এর জন্য যে সমস্ত লোকে হাটে পসরা নিয়ে বসেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। সপ্তাহের যে ৩ দিন হাট বন্ধ থাকবে সেই দিনগুলিকে জঙ্গলকে বাঁচানোর জন্য কাজ করা হবে। নতুন গাছ বসানো থেকে শুরু করে খোয়াই থেকে মাটি চুরি আটকানোর দিকেও খেয়াল রাখতে হবে।
প্রসঙ্গত, মাঝে নেটপাড়ায় গুঞ্জন ওঠে বদলে যেতে পারে হাট বসার জায়গা। অর্থাৎ সোনাঝুড়ির বদলে হয়তো অনত্র স্থানান্তরিত হতে পারে হাট। তবে তেমনটা হচ্ছে না। আপাতত সপ্তাহের তিন দিন জঙ্গল রক্ষার্থে বন্ধ থাকবে সোনাঝুড়ি। বাকি চারদিনের মধ্যে যেদিন খুশি পর্যটকেরা ঘুরতে ও জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন।