১৯ অগস্ট অনুষ্ঠিত হবে রক্ষাবন্ধন উৎসব। ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাখির প্রস্তুতি। ভাইয়ের জন্য রাখি কেনার সময়, কিছু বিশেষ জিনিস মাথায় রাখুন। তা না হলে এটি শুভর পরিবর্তে অশুভ ফল দেবে।

ভাইয়ের জন্য কখনও কালো সুতো বা কালো রঙের জিনিস দিয়ে রাখি নেবেন না। এই রঙ নেতিবাচকতার প্রতীক।

অনেক সময় ভাই ছোট বলে অনেকেই কার্টুন আঁকা রাখি কেনেন। কিন্তু এমনটা করা উচিৎ নয়। কখনও কখনও এই রাখিগুলিতে ক্রস, অর্ধবৃত্তের মতো অশুভ চিহ্ন তৈরি করা হয় যা ভাইয়ের জীবনে খারাপ প্রভাব ফেলে।

রক্ষা সূত্রকে সবচেয়ে বিশুদ্ধ এবং পবিত্র রাখি বলে মনে করা হয়। এর পাশাপাশি ফুল ও মুক্তো দিয়ে তৈরি রাখি ভাইয়ের জন্য শুভ হতে পারে।

ভাইয়ের কব্জিতে দেব-দেবীর ছবি দিয়ে রাখি বাঁধাও ভাল বলে মনে করা হয় না। অনেক সময় রাখি খুলে যায়, অজানতে নোংরা লেগে যেতে পারে হাতে। এতে ঈশ্বরের অপমান হয় বলে বিবেচিত হয়। তাই এমন রাখি কিনবেন না।

ছেঁড়া বা ভাঙা রাখি ভাইয়ের জীবনের জন্য অশুভ প্রমাণিত হতে পারে, তাই রাখি নেওয়ার সময় সাবধানে দেখে নিন। তাড়াহুড়ো করে রাখি কিনবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here