আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তা বৃদ্ধি করতে বিশেষ বাহিনী গঠন করলেন নতুন অধ্যক্ষ। এই বাহিনীই হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুরে দেখে ঠিক করবেন নিরাপত্তা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এ ছাড়াও রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জন্যও ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
মঙ্গলবার সকালে আর জি করের নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন সুহৃতা পাল। তার কয়েক ঘণ্টার মধ্যেই কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার সুহৃতা একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করেন আরজি করের জন্য। ওই বাহিনীর সদস্য হিসাবে থাকছেন পুলিশ থেকে শুরু করে পূর্ত বিভাগ এবং হাসপাতালের প্রতিনিধিও।
এই প্রতিনিধিরা হাসপাতালের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো জরুরি, সে বিষয়ে। এ ছাড়া হাসপাতালের নিরাপত্তার জন্য আর কী কী দরকার, সে বিষয়েও সিদ্ধান্ত নেবে ওই বাহিনী। মঙ্গলবার অধ্যক্ষ সুহৃতাকে আন্দোলনকারী চিকিৎসকরা জানান, তাঁরা যে ছ’দফা দাবির কথা প্রথম থেকে বলে আসছে, সেই দাবিতেই তাঁরা অনড়।